মারা গেলেন কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের মেয়ে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২০

ভারতের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। অভিনেতা ঋষি কাপুর, রণধীর কাপুর ও রাজিব কাপুরের বোন ঋতু নন্দা। মঙ্গলবার সকালে ঋতুর মৃত্যুর খবর শোকে ভাসিয়েছে কাপুর, নন্দা ও বচ্চন পরিবারকে। কয়েক বছর ধরে ঋতু নন্দা ক্যানসারে ভুগছিলেন।

গত বছর তার ভাই ঋষি কাপুরের ক্যানসারের খবর সামনে এলেও, ঋতুর অসুখের কথা মিডিয়ার সামনে আসেনি। জীবদ্দশায় ঋতু জীবন বীমা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার স্বামী প্রয়াত শিল্পপতি রাজন নন্দা। এছাড়া অভিনেতা অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দার শাশুড়ি ঋতু।

বিজ্ঞাপন

অমিতাভ বচ্চন ব্লগে লিখেছেন, শ্বেতার শাশুড়ি ঋতু নন্দা হঠাৎ রাত ১.১৫ মিনিটে মারা গেছেন। এছাড়া কাপুর পরিবারের সদস্যসহ অন্যরা ঋতু কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

জানা গেছে, রাজ কাপুরের বড় মেয়ে ঋতুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে মঙ্গলবার দুপুর ১টা ৩০মিনিটে দিল্লির লোধি রোড মহাশশ্মানে। তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নীতু কাপুর। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছেন নীতু ও তার মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএবি/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।