এপিজে আব্দুল কালামের বায়োপিক, ভূমিকায় পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৭ জানুয়ারি ২০২০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সিনেমায় কালামের ভূমিকায় অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল।

দুই বছর ধরে ছবি তৈরি নিয়ে কথা চলছে। পরেশ রাওয়াল সম্প্রতি এক টুইটে জানিয়েছেন, বায়োপিকে এপিজে আব্দুল কালামের ভূমিকায় তাকে নেয়া হয়েছে।

বায়োপিকটি যৌথভাবে প্রযোজনা করবেন অভিষেক আগরওয়াল এবং অনিল সুনকারা। অভিষেক নিজেই জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যেই পরেশ রাওয়ালকে নিয়ে শুরু হবে ছবির শ্যুটিং।

গত কয়েক বছরে ভারতীয় চলচ্চিত্রে যেন বায়োপিকের ধুম লেগেছে। আর এই বায়োপিকে যেমন রয়েছেন বালসাহেব ঠাকরে, এনটি রামা রাও, তেমনই রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসব বায়োপিক তৈরির একটাই উদ্দেশ্য- ডাকসাইটে রাজনৈতিক নেতাদের জীবনের অজানা অধ্যায় সাধারণ মানুষের সামনে নিয়ে আসা। এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে এপিজে আব্দুল কালামের।

এপিজে আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির (বর্তমানে তামিলনাড়ু রাজ্য) রামেশ্বরমের এক তামিল মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন।

২০১৫ সালের ২৭ জুলাই মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বক্তব্য রাখার সময় হৃদরোগে আক্রান্ত হন। তাকে স্থানীয় বেথানী হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয়।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।