অস্থির ভারতে ভক্তদের নিরাপত্তা নিয়ে সালমানের উদ্বেগ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৬ ডিসেম্বর ২০১৯

ভারতজুড়ে এনআরসি ও সিএএ নিয়ে চলতে থাকা অস্থির অবস্থায় ভক্তদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সালমান খান।

গত শুক্রবার মুক্তি পায় ‘দাবাং থ্রি’। কিন্তু সেভাবে লোক টানতে পারেনি এই ছবি।

সিনে বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রায় ২০ কোটি ক্ষতির মুখে ভাইজানের ‘দাবাং থ্রি’। নেপথ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)।

ভারতব্যাপী এনআরসি, সিএএ নিয়ে যে প্রতিবাদ চলছে। তারই প্রভাব পড়ল ‘দাবাং থ্রি’র বক্স অফিস কালেকশনে। তবে সালমান খান উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তদের নিরাপত্তা নিয়ে।

সালমান খান বলেছেন, ‘দেশে এখন যে পরিস্থি চলছে তাতে ছবির ভালো ব্যবসা করা একটু কঠিন। আমার ভক্তদের ধন্যবাদ সবসময়ে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এত অস্থির পরিস্থিতির মধ্যেও তো তারা সিনেমা দেখতে যাচ্ছেন। তাই ভালো ব্যবসা করার নেপথ্যে কৃতিত্বটাও তাদেরই। উত্তর ভারতের বেশকিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সেখানে ‘দাবাং থ্রি’ ভালো ব্যবসা করতে পারেনি। কিন্তু আমার বিশ্বাস তারা সিনেমাহলে গিয়ে সিনেমা দেখবে। তবে হ্যা, তাদের নিরাপত্তার কথাও বলব। আগে ভক্তদের নিরাপত্তা, পরে ‘দাবাং থ্রি’। তবে উত্তর ভারত ছাড়া অন্যান্য রাজ্যগুলোতে ভালো ব্যবসা করেছে ‘দাবাং থ্রি’।’

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।