গণতন্ত্রের নামে মানুষ হিংসাকে সমর্থন করছে : কঙ্গনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯

ভারতে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলছে দেশটিতে। সর্বস্তরের মানুষ এই আইনের প্রতিবাদ জানাচ্ছে। এই আইনের বিরুদ্ধে সরব হয়েছেন বিনোদন জগতের অনেক তারকাও। এবার কঙ্গনা রানাউত এই প্রতিবাদের নিন্দা করলেন গণতন্ত্রের নামে প্রতিবাদ করতে গিয়ে মানুষ হিংসা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে কঙ্গনা বলেছেন, ‘গণতন্ত্রের নামে মানুষ হিংসাকে সমর্থন করছে। এটা ঠিক না। আমরা এখনও স্বাধীনতার আগের জামানায় পড়ে আছি। সেই সময়ে যারা আমাদের উপরে আধিপত্য বজায় করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে ধর্মঘট, অবরোধ চলত।’

কঙ্গনা আরও বলেন, ‘আমাদের দেশের জনসংখ্য়ার মাত্র ৩ থেকে ৪ শতাংশ মানুষ কর দেয়। বাকিরা তাদের উপরেই নির্ভরশীল। তাহলে কে আপনাকে বাস, ট্রেন জ্বালিয়ে দেওয়ার অধিকার দিয়েছে। একটা বাসের অনেক দাম। আর এই দেশের যা অবস্থা তাতে বহু মানুষ অপুষ্টিতে ভুগছে।’

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এই প্রতিবাদে সরব হয়েছেন বলিউডেরও বহু তারকা। স্বরা ভাস্কর, ফারহান আখতার, হুমা কুরেশি রাস্তায় নেমে এই আইনের বিরোধিতা করছেন, আন্দোলন করেছেন। এবার এই আন্দোলনকারীদের বিরুদ্ধেই কথা বলছেন কঙ্গনা।

প্রসঙ্গত, এই মুহূর্তে পাঙ্গা ছবির প্রচার নিয়ে ব্যস্ত কঙ্গনা রানাউত। এছাড়াও জয় ললিতার বায়োপিকেও অভিনয় করছেন তিনি।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।