সেলফি তুলতে গিয়ে গায়ে হাত, মেজাজ হারালেন সারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ এএম, ০২ ডিসেম্বর ২০১৯

বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। ভারতের মুম্বাই বিমানবন্দরে ফিরতেই ভক্তের অভব্য আচরণের সম্মুখীন হতে হয় তাকে।

কী সেই আচরণ? সম্প্রতি বিমানবন্দর থেকে বেরোতেই একের পর এক আসতে থাকে সেলফির আবদার। এরই মধ্যে এক জন হঠাৎ সারার কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতে গেলেই ছিটকে সরে যান অভিনেত্রী। উত্তেজিত সারাকে বলতে শোনা যায়, ‘আপ টাচ কিউ কর রহে হো!’ যদিও এর পরেও সেই ভক্তের সঙ্গে দূরত্ব বজায় রেখে সেলফি তোলেন সারা।

ঘটনাটির ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন সারার ফ্যানেরা সেই ভক্তের সমালোচনায় সরব। সেলফি তোলার সুযোগে তিনি যে শালীনতার মাত্রা লঙ্ঘন করে ফেলেছেন, সে কথাও বলছেন অনেকে।

এমনিতে ‘ডাউন টু আর্থ’ হিসেবে ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম রয়েছে সারার। সারা মানেই সব সময়ে হাসিমুখ, মিষ্টি ব্যবহার। কিন্তু বিমানবন্দরে ভক্তের ব্যবহারে মেজাজ হারিয়ে ফেলেন বছর চব্বিশের সারা আলি খান।

 
 
 
View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

সূত্র : আনন্দবাজার

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।