বিশ্বের সবচেয়ে উঁচু দালানে শাহরুখকে শুভেচ্ছা, গর্বিত ভারত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৩ নভেম্বর ২০১৯

বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের ৫৪তম জন্মদিন ৩ নভেম্বর। কিং খানের জন্মদিন পালন ঘিরে প্রতিবারের মতো এ বছরও ভক্তদের মধ্যে দেখা গেছে উল্লাস-উদ্দীপনা। শুভেচ্ছাবার্তায় ভেসে গেছে কিং খানের ফেসবুক, ইনস্টাগ্রামের প্রোফাইল।

এ দিন প্রতি বছরের মতো এবারও শাহরুখের ‘মন্নতের’ সামনে ভিড় জমান তার অনুরাগীরা। কিন্তু আর পাঁচটা জন্মদিনের থেকে এই জন্মদিনটা একটু আলাদা কাটল কিং খানের।

বলিউডের অবিসংবাদিত নায়ক শাহরুখের ভক্তসংখ্যা যে দেশ-কাল-সীমার বেড়া টপকে সুদূর বিদেশেও বিস্তৃত তা আবারও প্রমাণিত হলো।

শাহরুখের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের বিশ্বের সবচেয়ে উঁচু দালান বুর্জ খলিফায় ভেসে উঠল কিং খানের নাম। শনিবার সন্ধ্যায় একটি ‘লাইট অ্যান্ড সাউন্ড’র অনুষ্ঠানের আয়োজন করে বুর্জ খলিফা কর্তৃপক্ষ। সেখানেই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানায় তারা।

দালানজুড়ে ভেসে ওঠে ‘শুভ জন্মদিন, বলিউডের রাজা। শাহরুখ খান’। আবহে তখন বাজছিল শাহরুখ অভিনীত ‘ওম শান্তি ওম’ ছায়াছবির ‘ধুম তানা না’ গানটি।

এই দারুণ মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন হাজারো মানুষ। তারা সেইসব ছবি ও ভিডিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ভিডিও নিজের ইন্সস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে কিং খান নিজেও লিখেছেন অনেক কিছু।

তিনি লেখেন, ‘আমার ভাই মহম্মদ আলবার এবং বুর্জ খলিফাকে অনেক ধন্যবাদ। তোমাদের ভালবাসা সত্যি অপ্রতিরোধ্য। এত উচ্চতায় এর আগে আমি কোনো দিনও পৌঁছইনি। অনেক ভালবাসা দুবাই। এটা আমার জন্মদিন আর আমি তোমাদের অতিথি।’

বলিউডের বাদশা সম্প্রতি দুবাই কর্পোরেশন ফর ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিং-এর ‘বি মাই গেস্ট’ প্রচারের মুখ হয়ে উঠেছেন।

এই আয়োজন শাহরুখের জন্মদিনকে যেমন অন্য মাত্রা দিয়েছে তেমনি রঙিন করে তুলেছে বলিউডবাসীদের মন। বলিউডে তারকা শাহরুখকে এভাবে সম্মানিত করায় গর্ববোধ করছেন। বরেণ্য অভিনেতা শশি কাপুর শাহরুখকে স্নেহ জানিয়ে ট্যুইট করেছেন, ‘শাহরুখ, তুমি আমাদের ভারতকে গর্বিত করেছো।’

শাহরুখখে দেয়া এই ‘অন্যরকম’ জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অভিভূত রণবীর সিংও। নিজের অ্যাকাউন্ট লেখেন, ‘এটা অনবদ্য। তোমার সঙ্গে একদম সহমত ভাই।’

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।