১০০ কোটি টাকা ব্যবসা করেও হুমকিতে ‘হাউজফুল ৪’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৯

হাউজফুল সিরিজগুলো ব্যাপক জনপ্রিয় বলিউডে। নামজাদা সব তারকারা এখানে হাসির মেলা বসিয়ে হাজির হন দর্শকের সামনে। দর্শকও অপেক্ষায় থাকেন কবে আসছে এই সিরিজের ছবি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘হাউজফুল ৪’।

মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ১৮.৮১ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় করেছে ১৯.০৮ কোটি রুপি। মুক্তির মাত্র ৬ দিনের মধ্যে ১০৯ কোটির ব্যবসা করেছে এই ছবি। ভালো ব্যবসার দিকে এগিয়ে যাওয়া ছবিটি এখন হুমকির মুখে। পাইরেসি ওয়েবসাইট তামিল রকার্স ছবিটি ফাঁস করে দিয়েছে। পাইরেসির হয়ে যাওয়ার কারণে ছবিটির ব্যবসা নিয়ে বেশ আতঙ্কিত নির্মাতা।

গত আগাস্ট মাসে তামিল রকার্সসহ একাধিক পাইরেটেড ওয়েবসাইট বন্ধে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলিকে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এরপরও ‘অ্যান্টি পাইরেসি আইন’ ভঙ্গ করে সিনেমা পাইরেসি করছেন অসাধু ব্যবসায়িরা।

সিনেমাটিতে অক্ষয়ের নাম হ্যারি। এখানে দেখা যাবে রিতেশ আর ববির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অক্ষয়ের। রিতেশের নাম এই জীবনে রয়। ববির নাম ম্যাক্স। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কৃতী স্যানন। রিতেশের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। কৃতি খারবান্দা রয়েছেন ববির বিপরীতে।

‘হাউসফুল’ ছবির অন্যান্য সিরিজের মতো ‘হাউসফুল ৪’-ও কমেডিতে ভরপুর। অক্ষয় কুমার ছাড়াও ছবিতে আরও আছেন রিতেশ দেশমুখ, কৃতি শ্যানন, পূজা হেগড়ে, ববি দেওল। ‘হাউসফুল ৪’ পরিচালনা করেছেন ফারহাদ সামজি।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।