সালমান খানের বাংলোর কেয়ারটেকার গ্রেফতার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১০ অক্টোবর ২০১৯

মামলা-হামলা, বিতর্ক বলিউড সুপারস্টার সালমান খানের পিছু ছাড়তে চায় না। এবার সালমানের বাংলোর কেয়ারটেকারকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা তাকে গ্রেফতার করে।

জানা গেছে, বুধবার সালমানের বাড়ি থেকেই শক্তি সিদ্ধেশ্বর রানা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ১৯৯০ সালের এক ডাকাতির মামলায় গ্রেফতার হন এই ব্যক্তি। এই মামলায় সালমানের কেয়ারটেকার ছাড়াও কয়েকজন যুক্ত আছেন।

ভারতীয় এক গণমাধ্যমের কাছে মুম্বাই পুলিশ জানিয়েছে, এর আগে ১৯৯০ সালে এই ব্যক্তিকে একবার গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে তাকে মুক্তি দেওয়া হয়।

জামিনে মুক্তি পাওয়ার পর নিখোঁজ হন তিনি। কখনো কোর্টে হাজিরা দিতেও যেতেন না। তাকে খুঁজে না পেয়ে তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সম্প্রতি ক্রাইম ব্রাঞ্চ জানতে পারেন যে, ২০ বছর ধরে গোরাই বিচ এলাকায় একটি বাড়িতে থাকেন শক্তি।

এরপরই জানা যায়, সালমান খানের বাংলোতেই কেয়ারটেকার হিসেবে সে কাজ করে। খবর নিশ্চিত করার পরই সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এমএবি/এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।