অ্যাঞ্জেলিনা জোলির সিনেমায় ঐশ্বরিয়ার চমক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৩ অক্টোবর ২০১৯

হলিউডের সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলির সিনেমায় হাজির হচ্ছেন বলিউডের সুপারস্টার সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। জোলির ‘মেলাফিসেন্ট : মিসট্রেস অব এভিল’ সিনেমার হিন্দি সংস্করণের ট্রেলারে দেখা যাচ্ছে ঐশ্বরিয়াকে।

বুধবার প্রকাশিত হয়েছে সিনেমাটির হিন্দি সংস্করণের ট্রেলার। যেখানে দেখা যাচ্ছে, কালো রঙের পোশাক পরেছেন ঐশ্বরিয়া। তার চোখে সবুজ লেন্স এবং চুল বাঁধা জোলির মতো করে। ঐশ্বরিয়া অ্যাঞ্জেলিনা জোলির ভিলেন চরিত্রের সাজে হাজির হয়েছেন এখানে।

জানা গেছে, ‘মেলাফিসেন্ট : মিসট্রেস অব এভিল’ সিনেমার হিন্দি সংস্করণে জোলির চরিত্রে কণ্ঠও দেবেন ঐশ্বরিয়া রাই।এমনটাই ঘোষণা করেছে স্টুডিও এন্টারটেইনমেন্ট ডিজনি ইন্ডিয়ার প্রধান বিক্রম ডুগ্গাল।

বিক্রম বলেন, ‘ ঐশ্বরিয়া রাই ছাড়া এ চরিত্রের ডাবিংয়ে অন্য কাউকে ভাবাই যায় না। তার মার্জিত ও সুস্থির ব্যক্তিত্বের মাধ্যমে চরিত্রটিকে হিন্দি ভাষায় আরও শক্তিশালী করতে চেয়েছি আমরা।’

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেলাফিসেন্ট’ ছবির সিক্যুয়েল ‘মেলাফিসেন্ট : মিসট্রেস অব এভিল’। জোলির পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন এলি ফ্যাননিং, এড এসরেইন, হারিস ডিককিনসন প্রমুখ। ১৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।