ভক্তদের দেখা করার সুযোগ দিচ্ছেন সানি লিওন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০১ অক্টোবর ২০১৯

আবারও নিজের ভক্তদের চমক দিতে প্রস্তুত প্রাক্তন পর্নোস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন। না কোনো সিনেমা দিয়ে নয়, এবার সরাসরি ভক্তদের সঙ্গে দেখা করবেন বলে কথা দিয়েছেন সানি লিওন।

এ বিষয়ে ভক্তদের জানাতে সানি নিজেই ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আমার সব ভক্তের জন্য দারুণ সুযোগ। সবাই ‘রামি উইথ সানি’ খেলুন এবং আমার স্বাক্ষর করা পুরস্কার জিতুন। এছাড়া আমার সঙ্গে দেখা করারও সুযোগ পাবেন কয়েকজন সৌভাগ্যবান।”

অনেকেই জানেন, ‘রামি উইথ সানি’ একটি অনলাইন গেম। গত বছর এটির সঙ্গে যুক্ত হন জনপ্রিয় এই তারকা।

বর্তমানে অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। শোনা যাচ্ছে, কামসূত্র নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। এটি তৈরি করছেন একতা কাপুর। এর আগে রাগিনি এমএমএস টু (২০১৪) সিনেমায় একতা কাপুরের সঙ্গে কাজ করেছেন সানি।

সানির দেখা পেতে ‘সানির ভিডিও’।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।