রাতের পোশাকে বৃষ্টিতে নাচছেন রজনীকান্তের নায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯

তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তাকে দেখা গিয়েছিল ‘শিবাজি দ্য বস’ সিনেমায়। দক্ষিণে একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী শ্রিয়া সরণ ২০১৫ সালে ‘দৃশ্যম’ সিনেমায় অজয় দেবগণের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে নজর কাড়েন।

এই অভিনেত্রী ২০১৮ সালে রাশিয়ান স্পোর্টসম্যান ও ব্যবসায়ী আন্দ্রেই কোসচেভকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে দেশ, বিদেশে ঘুরে বেড়াতে দেখা যায় এই বলিউড অভিনেত্রীকে।

সম্প্রতি ফ্রান্সের ইবিজা সৈকতে ঘুরতে যান শ্রিয়া। সেখানে গিয়ে বিকিনি পরে নাচতে দেখা গিয়েছিল তাকে। ইবিজার পর এবার বার্সেলোনায় দেখা গেল শ্রিয়াকে। যেখানে বৃষ্টির দিনে রাতের পোশাক পরে নাচ জুড়ে ছিলেন শ্রিয়া সরণ। বার্সেলোনায় নিজের ঘরের ঝুল বারান্দায় দাঁড়িয়ে নাচতে দেখা যায় শ্রিয়াকে।

ভক্তদের সঙ্গে নায়িকা নিজেই তার বৃষ্টি ভেজা নাচের ভিডিও শেয়ার করেছেন। একটা খয়েরি রঙের পোশাকে দেখা যাচ্ছে তাকে। কাউকে তোয়াক্কা না করেই ঝুল বারান্দায় আপন মনে নেচে চলেছেন তিনি। ভিডিওটি শেয়ার করার পর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

হিন্দি, তামিল, তেলুগু সব মিলিয়ে শ্রিয়া অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে আছে ‘দৃশ্যম’, ‘শিবাজি দ্য বস’, ‘আওয়ারাপন’,‘মিডনাইট চিলড্রেন’। ‘দৃশ্যম’ সিনেমায় অজয় দেবগণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি।

 
 
 
View this post on Instagram

Just another rainy day in Barcelona

A post shared by @ shriya_saran1109 on

এমএবি/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।