এক কাপ চায়ের দাম ৭৮ হাজার ৬৫০ রুপিয়া!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯

এক কাপ চা ও ক্যাপুচিনো নিয়ে বিল পরিশোধ করতে দিয়ে অভিনতো দেখলেন বিল এসেছেন ৭৮ হাজার ৬৫০ রুপিয়া। না, এই বিল দেখে রেগে যাননি তিনি। খুশি মনেই বিল মিটিয়েছেন। কারণ এই ঘটনা দেশ ঘটেনি। কমেডিয়ান কিকু শারদার সঙ্গে এমন ঘটনা ঘটেছে বালিতে।

ঘটনাটি বেশ মজা করেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন কিকু। এই বিলের ছবি পোস্ট করে কিকু লিখেছেন, ‘আমার ১ কাপ চা ও ১ কাপ ক্যাপুচিনোর দাম ৭৮,৬৫০ রুপিয়া। কিন্তু আমি কোনও অভিযোগ করছি না, কারণ আমি বালিতে।’ কিকুর এই পোস্ট ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

আগে যারা বালিতে ঘুরতে গেছেন তারা বুঝেছেন এতো বিল আসার মানে। কিকু জানিয়েছেন, ইন্দোনেশিয়ার কারেন্সি রুপিয়াতে নেওয়া হয়েছে সেই বিল। যা ভারতীয় মুদ্রায় ৪০০ টাকা।

এদিকে সম্প্রতি অভিনেতা রাহুল বোসের হোটেল বিলের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জিম থেকে ফিরে হরিয়ানায় দুটি কলার দাম দিতে গিয়ে দেখেন ৪৪০ টাকা ৫০ পয়সা চার্জ করে এক পাঁচ তারা হোটেল। অনেক হইচই হয়েছে বিষয়টি নিয়ে।

এ ছাড়া কিছুদিন আগে মুম্বাইয়ের এক হোটেলে দুটি সেদ্ধ ডিমের জন্য বিল দেওয়া হল ১৭০০ টাকা। অনেকে সমালোচনা করেছেন সোনার ডিম নাকি! একো বিল কেনো? আপাতত কিকুর চায়ের দাম শুনে মজা পাচ্ছেন সবাই।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।