অবশেষে সালমানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন জেরিন খান!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৮ আগস্ট ২০১৯

দেশের বাইরের প্রেমিকারা তো আছেনই। ঐশ্বরিয়া, সঙ্গীতা, ক্যাটরিনার মতো বলিউডেই প্রায় এক ডজন প্রেমিকা রয়েছে সালমান খানের। তাদের অনেকের সঙ্গেই তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত একটিও আর সত্য হয়নি। সময়ের স্রোতে ভেঙে গেছে সম্পর্কও। নতুন সম্পর্কে জড়িয়েছেন সালমান।

এরই মধ্যে এলো বোম ফাটানো এক খবর। সালমান নাকি বলিউড অভিনেত্রী জেরিন খানকে বিয়ে করেছেন। তার সঙ্গে বেঁধেছেন জীবন। এমন খবর নিজেই জানান অভিনেত্রী!

সালমানের নায়িকা হয়ে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। এরপর এ জুটিকে দেখা গেছে ‘যুবরাজ’ নামের ছবিতেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন জানান, তাকেই বিয়ে করেছেন সালমান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিনকে জিজ্ঞাসা করা হয়েছিল সালমান, করণ সিং গ্রোভার ও গৌতম রোডের মধ্যে কাকে তিনি মারতে চান এবং কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান? আর কাকেই বা বিয়ে করতে চান? উত্তরে জারিন বলেন, ‘আমি কাউকেই মারতে চাই না। আবার বিয়েতেও বিশ্বাস রাখি না। আমার মতে বিয়ে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান।

তবে বর্তমান যুগে এসে এটা একটা ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চাই। সালমানের সঙ্গে আমার বিয়ে হচ্ছে এমন গুজব ছড়াতেও আমার বেশ ইচ্ছে করে।’

প্রসঙ্গত, শেষবার জেরিন খানকে দেখা গিয়েছিল ‘আকসর ২’, ‘হেট স্টোরি ৩’ ও ‘১৯২১’ নামের ছবিগুলোতে। তবে বক্স অফিসে ছবিগুলো সেভাবে ছাপ ফেলতে পারেনি। শোনা যাচ্ছে, এবার তেলুগু ছবিতে অভিষেক করতে চলেছেন জেরিন।

এদিকে সালমান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘দাবাং থ্রি’র শুটিংয়ে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে সঞ্জয়লীলা বনশালির ‘ইনশাল্লাহ’ ছবিটি। এতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।