সালমান-সোনাক্ষির শুটিং দেখতে পল্টনে উপচে পড়া ভিড়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৭ জুলাই ২০১৯

বলিউড সুপারস্টার সালমান খান ও জনপ্রিয় নায়িকা সোনাক্ষি সিনহা জুটি হয়ে ‘দাবাং’ ও ‘দাবাং টু’ উপহার দিয়েছেন। দাবাং সিনেমায় এই জুটির অভিনয় এখনো কোটি কোটি ভক্তদের চোখে লেগে আছে। খুশির খবর হলো এই জুটিকে নিয়ে শুরু হয়েছে ‘দাবাং থ্রি’ সিনেমার শুটিং।

সম্প্রতি ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে ভারতের মহারাষ্ট্রের পল্টনে। সামনে থেকে তাদের এক পলক দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমেছে পল্টনের শুটিং সেটে। এখানকার আশে পাশের বাড়ির ছাদ, ল্যাম্পপোস্ট, গাড়ির বনেট সব খানের শুধু মানুষ আর মানুষের ভিড়।

গত এপ্রিলে ভারতের মধ্যপ্রদেশের মাহেশ্বরে শুরু হয় সিনেমাটির শুটিং। বিশেষ কারণে কিছু দিনের জন্য শুটিং বন্ধ রাখা হয়। মাহেশ্বরে শুটিং সেটে কাঠের পাটাতন দিয়ে ঢাকা শিবলিঙ্গ দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। যদিও পরে সালমান জানান, শিবলিঙ্গকে কোনোরকম আঘাত থেকে বাঁচানোর জন্যই পাটাতন দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

দাবাং-থ্রি সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। খল চরিত্রে দেখা যাবে কন্নড় অভিনেতা সুদীপকে।

অভিনব ক্যাসবের পরিচালনায় ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান খান ও সোনাক্ষি সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। আরবাজ খানের পরিচালনায় দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০১২ সালে। এবার আসতে চলেছেন তৃতীয় পর্ব। নতুন এই কিস্তির পরিচালনা করছেন প্রভুদেবা। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর ডিসেম্বরে।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।