তামিল নায়ক বিজয়ের ছবিতে ভিলেন হচ্ছেন শাহরুখ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০১ মে ২০১৯

বলিউডের রুপালি পর্দায় অভিষেকের আগে কেউ তাকে রপালি পর্দায় কাজ দিতে চাননি। কারণ তার যে চেহারা সে চেহারায় নাকি নায়ক তো দূরে থাক খলনায়কও হওয়া সম্ভব নয়।

তবে সব বাধা পেরিয়ে ‘দিওয়ানা’ ছবি দিয়ে বলিউড অভিষেক ঘটে নায়ক শাহরুখের। বাকিটুকু ইতিহাস। বলিউড বাদশাহসহ অনেক উপাধি এখন তার নামের পাশে।

পরবর্তীতে ‘ডর’, ‘বাজিগর’ ছবিতে খলনায়ক চরিত্রেও বাজিমাত করেছেন তিনি। সম্প্রতি আবারও খলনায়ক হিসেবে হাজির হতে যাচ্ছেন এই বলিউড সুপারস্টার।

জানা গেছে, দক্ষিণের তারকা অভিনেতা ভিজয় অভিনীত ছবি ‘থালাপাতি ৬৩’-তে ভিলেন হিসেবে অভিনয় করবেন শাহরুখ। ছবিটির পরিচালক অতলি জানিয়েছেন ছবিটির মূল খলনায়কের চরিত্রে তাকে দেখানো হলেও অনস্ক্রিনে সেটার দৈর্ঘ্য হবে মাত্র ১৫ মিনিটের। বলা চলে অনেকটা অতিথি চরিত্রে হাজির হবেন তিনি।

এই ১৫ মিনিট দৃশ্যের জন্য ৫দিন শুটিং করবেন শাহরুখ। রাজিও হয়েছেন তিনি। ছবিটিতে দক্ষিণের নায়ক বিজয় ও শাহরুখকে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এ ছবিতে বলিউড থেকে আরো কাজ করছেন জ্যাকি শ্রফ।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।