প্যান্টের জিপার খোলা ছবিতে ঝড় তুললেন বিগ বস তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০১ মে ২০১৯

বলিউড তারকাদের স্ট্যাইল বা ফ্যাশনের ধরনকে অনুকরণ করেন তাদের ভক্তরা। সে অনুকরণটা যে কেবল ভক্তরাই নয়, সহকর্মীরাও করে সেটাই যেনো প্রমাণ করলেন বিগ বস তারকা নেহা পেন্ডস।

শোবিজে নগ্নতাটাকে এখন গ্রহণযোগ্য বলেই ধরে নেয়া হয়। যে যতটা উন্মুক্ত, তার গ্ল্যামার এবং খ্যাতির পারদটাও যেনো তত উঁচুতে উঠে যায়।

আর সে কারণেই বোধহয় কিছুদিন আগে বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেলভিন ক্লেইনের হয়ে বেশ খোলামেলা ফটোশ্যুট করেন বলিউড তারকা দিশা পাটানি। সেখানে একটি ছবিতে দেখা যায় দিশা পাটানি তার জিন্সের বাটন খোলা রেখেছেন। সেইসঙ্গে অন্তর্বাসের ছবি পোস্ট করেও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন।

সেই ছবিকে অনুকরণ করে সুইমস্যুটের সাথে প্যান্ট পরে তার চেইন খুলে রেখে তোলপাড় ফেলে দিলেন বিগ বসে অংশ নেয়া তারকা নেহা পেন্ডস। কালো স্যুইমসুট পরে নেহা জিন্সের বোতাম খুলে রেখেছেন। সেই জায়গা থেকে উঁকি দিচ্ছে তার কোমরের অংশ।

এই ছবিও মুহূর্তেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই ইনস্টাগ্রাম টাইমলাইনে প্রচুর ছবি পোস্ট করেন তিনি। এই ছবি পোস্ট করে নতুন করে আলোচনা তৈরি করলেন অভিনেত্রী।

আরএএইচ/এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।