ভৌতিক ছবির শুটিং করতে গিয়ে হাসপাতালে অভিনেতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ২০ এপ্রিল ২০১৯

বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। তার জন্য পাগল হাজার হাজার নারী ভক্ত। অভিনয়ের জাদুতেই তিনি মুগ্ধ করেছেন সিনেপ্রেমীরা। দুর্ঘটনার শিকার হয়েছেন এই নায়ক। সম্প্রতি ভানুপ্রতাপ সিংয়ের একটি ভৌতিক ছবির শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন ভিকি।

জানা গেছে, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় একটি দরজা খোলার সময়, সেই দরজাটি ভেঙে তার মাথার উপর পড়ে যায়। মুখে ভীষণ আঘাত লাগে। গুরুতর আহত হন তিনি৷

ঘটনার পরপরই স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শুক্রবার সেই হাসপাতাল থেকে চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়৷

জানা গেছে, ছবিটির শুটিং চলছিল গুজরাটে। শুটিংয়ের মাঝে দুর্ঘটনা ঘটায় ছবিটির শুটিংও বন্ধ হয়ে গেছে। ভৌতিক ছবিটি ছাড়াও, করণ জোহরের তখত্ ছবিতে অভিনয় করছেন ভিকি।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।