নতুন পরিচয়ে ফিরছেন কারিনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১২ এপ্রিল ২০১৯

অনেক দিন থেকে নিজের অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও সব সময়ই আলোচনায় থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। পাপ্পারাজ্জিদের ক্যামেরা সব সময় তাকে তাড়া করে ফেরে। বিশেষ করে ছেলে তৈমুরকে নিয়ে যেখানেই যান না কেন সেখানেই হাজির হয়ে যায় কেউ না কেউ। এছাড়া টেলিভিশনের নানা অনুষ্ঠান তো আছেই।

সিনেমায় ফেরার প্রস্তুতিও চলছে তার। নিয়মিত জিম করছেন। সম্প্রতি কারিনার একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছিল জিম করছেন কারিণার স্বামী সাইফ আলী খান, কারিনা জিম করে দাঁড়িয়ে আছেন। আর জিমের মধ্যে খেলা করছে তাদের ছেলে তৈমুর।

বিজ্ঞাপন

২০০০ সালে মুক্তি পেয়েছিল কারিনা অভিনীত জে পি দত্তের ‘রিফিউজি’ সিনেমাটি। এর মাধ্যমেই বলিউডে নিজের স্থান করে নিয়েছিলেন কারিনা কাপুর খান। তারপর অনেক ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘ বিরতি দিয়ে এবার নতুন পরিচয়ে ফিরছেন এই নায়িকা।

এমন একটি কাজ করতে চলেছেন বেগম সাহেবা যা আগে কখনও করেননি। শোনা যাচ্ছে, টেলিভিশনে কাজ করতে চলেছেন কারিনা। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ নামের একটি রিয়ালিটি শো-তে বিচারকের ভূমিকায় দেখা যাবে করিনাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।