কোহলির চরিত্রে শাহরুখ, আনুশকা হবেন কে?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

চমক জাগানিয়া খবর বটে। বিরাট কোহিল চরিত্রে অভিনয় করেবন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এমন খবরে বেশ শোরগোল শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেল, শাহরুখ খান ইচ্ছে প্রকাশ করেছেন বিরাট কোহলির চরিত্রে অভিনয় করার।

ভারতীয় কিছু গণমাধ্যমে বলা হয়েছে, কোহলির বায়োপিকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ খান। সম্প্রতি নিউজ চ্যানেলে এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন তিনি।

নিজের ইচ্ছের পাশাপাশি বিরাটের স্ত্রীর চরিত্রে ক্যাটরিনাকেই তার সেরা পছন্দ বলেও জানান তিনি। শাহরুখ বলেন, ‘ক্যাটরিনাকে দেখতে আনুশকার মতোই লাগে। ওকেই মানাবে আমার বিপরীতে আনুশকার চরিত্রে।’

আনুশকার বিপরীতে তার পূর্ববর্তী ছবি ‘যাব হ্যারি মেট সেজাল’-এ তাকে কোহলির মতো দেখতে লাগছিল বলেও জানিয়েছেন তিনি।

‘জিরো’ সিনেমা নিয়ে ওই নিউজ চ্যানেলের আড্ডায় উপস্থিত ছিলেন শাহরুখ খান ও বিরাট-পত্নী আনুশকা শর্মা। সেখানে কিং খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘কোন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে চান আপনি?’ এই প্রশ্নের জবাবেই, বিরাট কোহলির চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

আড্ডায় উপস্থিত আনুশকা বলে ওঠেন, ‘কিন্তু তোমাকে তো তাহলে দাড়ি রাখতে হবে।’ উত্তরে শাহরুখ বলেছেন, ‘যাব হ্যারি মেট সেজাল’ ছবিতে আমার দাড়ি ছিল। তখন কিন্তু আমাকে বিরাটের মতোই লাগছিল।’

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।