‘বিশেষ অঙ্গ’ নিয়ে কু-ইঙ্গিত, অঙ্গ তুলেই জবাব অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮

পথে-ঘাটে নারীদের কত জ্বালাই না সহ্য করতে হয়। সোশ্যাল মিডিয়াতেও এ জ্বালা কম নয়। একজন সাধারণ মেয়েকেও প্রায়শই দেখতে হয় ইনবক্সে রয়েছে অশালীন মন্তব্য, কু-ইঙ্গিত। আর ওই নারী যদি হন খ্যাতনামা অভিনেত্রী, তাহলে ঝামেলা আরও বেশি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, বলিউড অভিনেত্রী তাপসী পন্নু তার টুইটার অ্যাকাউন্টে সম্প্রতি এক অশালীন ইঙ্গিতবাহী বার্তা পান। সেখানে জনৈক ব্যক্তি তাকে জানায়, সে তার দেহের ‘বিশেষ অঙ্গ’-কে পছন্দ করে। এহেন ট্রোল সাধারণত উপেক্ষাই করেন নারীরা। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্লক করেন ট্রোলকারী। তাপসী কিন্তু সেই রাস্তায় হাঁটেননি। তাপসী পালটা এক টুইটে ‘জবাব’ দিয়েছেন এই ট্রোলের। এবং সেই জবাব এতটাই বুদ্ধিদীপ্ত যে, তাতে অনুপ্রাণীত হবেন যেকোনো নারীই।

Tweet

তাপসী তার টুইটে জানিয়েছেন, তিনিও তার দেহের একটা বিশেষ অঙ্গকে ভালবাসেন। আর সেটা হলো ‘সেরিব্রাম’। মস্তিষ্কের এক বিশেষ অংশকে এইভাবে উল্লেখ করে তাপসী তার মস্তিষ্কের ক্ষমতাই প্রমাণ করলেন। সেই সঙ্গে কু-ইঙ্গিতপ্রবণ পুরুষদেরও এক হাত নিলেন ‘পিংক’ (২০১৬)-এর নজরকাড়া অভিনেত্রী।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।