প্রথম ভারতীয় নারী হিসেবে ‘ভোগ’-এর মার্কিন সংখ্যায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৮ ডিসেম্বর ২০১৮

প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে বিশ্বনন্দিত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর মার্কিন সংখ্যার প্রচ্ছদে এবার মডেল হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রচ্ছদে দেখা যাচ্ছে সোনালী রঙের গাউনে গ্রেসিয়ান গডেস স্ট্র্যাপ, সঙ্গে বাঘ ছাপ বেল্ট।

বিজ্ঞাপন

এমনিতেই সংবাদ শিরোনামে দখলে রাখা প্রিয়াঙ্কা গত কয়েকদিন সংবাদ মাধ্যমের কড়া নজরে রয়েছেন। বিয়ে করেছেন মহা ধুমধাম করে ৷ মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বছর খানেক ডেটিংয়ের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত।

মেহেন্দি, সঙ্গীত থেকে শুরু করে খ্রিষ্টান ও পাঞ্জাবি মতে বিয়ে, তারপর রিসেপশন সবটাই হয়েছে জমিয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর বিয়ের এ শোরগোল শেষ হতেই এবার আরেকভাবে খবর হয়ে এলেন ‘দেশি গার্ল।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

কারণ ‘ভোগ’ ম্যাগাজিনের মার্কিন সংখ্যায় এর আগে কোনো ভারতীয়র মুখ দেখা যায়নি।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।