পুরুষদের বোরকা পরাতে চান রাখি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৯ নভেম্বর ২০১৮

বি-টাউনে বিয়ের মৌসুম চলছে। একের পরে এক সেলেব্রেটি গাঁটছড়া বাঁধছেন। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন রাখি সাওয়ান্ত। ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন বিতর্কের রানি।

বিতর্ক হোক বা রাজনীতি, যা নিয়ে মানুষ চর্চা করে তাতে সবসময়ই রাখি কোনো না কোনো মন্তব্য করে বসেন। এবার নারীদের বোরকা পরা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন টেলিভিশন অভিনেত্রী সারা খান।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে দুজনে বলেন, ‘নারীদের বোরকা না পরা নিয়ে এত বিধি-নিষেধ। নারীদের সবসময়ে বোরখার মধ্যে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু পুরুষরা কেন চোখের ওপরে পর্দা রাখেন না? কেন পুরুষরা বোরকা দিয়ে চোখ ঢেকে রাখেন না? কেন পুরুষদের এই কথা শেখানো হয় না?’ এরপরই রাখি বলেন, ‘এবার থেকে আমি ধরে ধরে পুরুষদের বোরকা পরাব।’

এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।