মেয়েকে বাঁচাতে আদালতে গেলেন অভিনেত্রী মৌসুমী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বয়সের কারণে বর্তমানে অভিনয় থেকে দূরে। তার মেয়ে গুরুতর অসুস্থ। আর এই অবস্থায় তার কোনো চিকিৎসা হচ্ছে না।

এমনই অভিযোগে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন মৌসুমী ও তার স্বামী।

মৌসুমির দুই মেয়ে মেঘনা এবং পায়েল। পায়েল ছোট থেকেই অসুস্থ। ডায়াবিটিসের সমস্যা রয়েছে তার। ২০১০ সালে ডিকি মেটা নামে একজনের সঙ্গে বিয়ে হয় পায়েলের। ইদানীং পায়েলের অসুস্থতা আরও বেড়েছে। কিন্তু স্ত্রীয়ের কোনও রকম চিকিৎসার ব্যবস্থা করছেন না ডিকি। এই অভিযোগে গত বৃহস্পতিবার মুম্বাই আদালতের দ্বারস্থ হন মৌসুমী।

মৌসুমীর অভিযোগ, ডিকি তার মেয়ের কোনো রকম চিকিৎসার ব্যবস্থা করছেন না। এমনকি, মেয়ের সঙ্গে মৌসুমীকে দেখাও করতে দিচ্ছেন না। মেয়ের দায়িত্ব নিতে চান, এই মর্মে মৌসুমী আদালতের কাছে আবেদন জানিয়েছেন।

মৌসুমীর হয়ে আদালতে বিচারপতি বি পি ধর্মাধিকারী এবং এস ভি কোটওয়ালের ডিভিশন বেঞ্চে পিটিশন দায়ের করেছেন কৌঁসুলি বেনি চট্টোপাধ্যায়। আজ শনিবার এই মামলার শুনানি হবার কথা ছিল।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।