বলিউড সিনেমায় জুটি বাঁধছেন সিয়াম ও পূজা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৩ অক্টোবর ২০১৮

ঢাকাই সিনেমায় নতুন জুটি সিয়াম ও পূজা বেশ সম্ভাবনাময়ী। 'পোড়ামন ২' ছবি দিয়ে অভিনয় গুণে নিজেদের জাত চিনিয়েছেন এ জুটি। এ ছবিতে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তারা। যার ফলস্বরূপ সিয়াম ও পূজার ক্যারিয়ারে আরো একটি পালাবদলের হাওয়া লাগতে যাচ্ছে। এবার তারা দুজনেই জুটি বেঁধে অভিনয় করবেন বলিউড সিনেমায়।

বিষয়টি নিশ্চিত করে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘সিয়াম ও পূজা এবার বলিউডে কাজের সুযোগ পেয়েছে। বলিউডের রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নির্মাণ হওয়ার কথা রয়েছে। ছবির নাম ‘জ্বলন’। ছবিটি পরিচালনা করবেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।’

সিয়াম বলেন, ‘আলহামদুলিল্লাহ! সিনেমা নিয়ে আমার স্বপ্ন অনেক। প্রথম সিনেমার সাফল্যের পর যেন তেন কিছু করার ইচ্ছা কখনোই নেই। এই ছবিটির মাধ্যমে আমার স্বপ্নের একটা ধাপ পূরণ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে শিগগিরই মুম্বাইতে কাজে অংশ নেবো।’

পূজা চেরি বলেন, ‘এটা সত্যি ভীষণ ভালো লাগার যে আমি আর সিয়াম বলিউডে জুটি বাঁধতে যাচ্ছি। এই ছবিটির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত আমি। যতদুর জানি, মুম্বাইতে শুটিং হবে ছবিটির। শিগগিরই কাজে অংশ নেওয়ার জন্য মুম্বাই যাবো।’

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে এ জুটির 'দহন' ছবিটি। জাজ মাল্টিমিডিয়া গতকাল ঘোষণা করেন আগামী ১৬ নভেম্বর মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে দহন।

আইএন/এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।