বাতিল হয়ে গেল প্রীতি জিনতার যৌন হয়রানির মামলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১০ অক্টোবর ২০১৮

জনপ্রিয় অভিনেত্রী বলিউড তারকা প্রীতি জিনতা। শোবিজের পাশাপাশি ব্যবসার প্রতিও হয়েছিলেন মনোযোগী। জনপ্রিয় ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে নেস ওয়াদিয়ার সাথে অংশীদার হিসেবে মালিকানা কিনে নিয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের।

তবে ২০১৪ সালে নিজের ব্যাবসায়িক পার্টনারের বিরুদ্ধেই আদালতে যৌন হেনস্তার অভিযোগ করেন এই বলিউড তারকা। সেই মামলাটি দীর্ঘ চার বছর পর নিজেই তুলে নিয়েছেন প্রীতি।

জানা যায়, ২০১৪ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিলের ম্যাচ চলাকালীন সময়ে উত্তেজনার এক পর্যায়ে প্রীতির হাত চেপে ধরেন নেস ওয়াদিয়া। এসময় তিনি অশ্লীল ভাষায় গালাগালিও করেন। সেজন্যই তার বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন প্রীতি।

উচ্চ আদালতে সম্প্রতি প্রীতির আইনজীবী জানান, ‘নেস ওয়াদিয়া ক্ষমা চেয়েছেন। নিজের ভুল তিনি বুঝতে পেরেছেন। এজন্য প্রীতি জিনতা এ মামলা এখানেই শেষ করতে রাজি।’

এমন কথার প্রেক্ষিতে দুই পক্ষের শুনানি শেষে আদালত বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নেয়ার আদেশ দিয়ে মামলাটি বাতিল করে দেন।

আরএএইচ/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।