বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সালমান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

আলোচিত কৃষ্ণ হরিন হত্যা মামলায় সপ্তাহ খানেক আগেই জেলে যেতে হয়েছিলো বলিউড সুপারস্টার সালমান খানকে। সালমান খানের কারাদন্ডের পর তার ভক্ত ও সহকর্মীরা বেশ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তবে দুদিন কারাবাসের পর জামিনে বের হয়ে আসেন সালমান। জামিন পেলেও দেশের বাহিরে ভ্রমনে নিষেধাজ্ঞা ছিলো সালমানের জন্যে। তবে অবশেষে সে অনুমতি মিললো এ তারকার।

জানা গেছে নেপাল,কানাডা ও যুক্তরাষ্ট্রে দাবাং শোর জন্যে বাহিরে যাওয়ার অনুমতি চেয়ে কোর্টে আপিল করেন সালমানের আইনজীবি। পরবর্তীতে মাত্র ১ মাসের জন্যে তাকে দেশের বাহিরে যাওয়ার অনুমতি প্রদান করেন যোধপুরের নিম্ন আদালত। আগামী ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এ অনুমতি বহাল থাকবে।

এর আগে রাজস্থানে ১৯৯৮ সালের শুটিং এর সময় বিলুপ্ত প্রায় কৃষ্ণ হরিন হত্যার দায়ে কোর্টের রায়ে ৫ বছরের কারাদন্ড দেয়া হয় বলিউডের ভাইজানকে। পরবর্তীতে ৫০হাজার টাকার মুচলেকা দিয়ে জামিন গ্রহন করেন এ তারকা।

আরএএইচ/এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।