ফাঁস হলো অমিতাভ বচ্চনের সম্পত্তির হিসাব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১১ মার্চ ২০১৮

বলিউড সুপার স্টার অমিতাভ বচ্চন কতো সম্পত্তির মালিক হিসেব আছে? কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিতাভ জানিয়েছিলেন, ‘আমার মৃত্যুর পর, আমার সমস্ত সম্পত্তি আমার দুই ছেলে-মেয়ের মধ্যে সমানভাবে ভাগ হবে।’

তিন দশক ধরে সমান তালে বলিউড কাঁপানো এই অভিনেতা সম্পদের হিসেব এবার ফাঁস হয়ে গেলো। সেই সম্পত্তির অঙ্ক ফাঁস করলেন করলেন জয়া বচ্চন।শুক্রবার সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার মনোনয়ন জমা দেন জয়া। সেখানে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে প্রশ্ন ওঠায় তিনি জানান, তার পরিবারের সম্পত্তির মোট পরিমাণ ১০০০ কোটি টাকা।

বিজ্ঞাপন

২০১২ সালে অমিতাভ এবং জয়ার বিষয় সম্পত্তি ৫০০ কোটি টাকা ছিল। ২০১২ থেকে ২০১৮-এর মধ্যে বচ্চন দম্পতির সম্পত্তি দ্বিগুণ হয়েছে। ভারতীয় সংবাদমধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

আরও জানা গেছে জয়ার কাছে প্রায় ২৬ কোটি টাকার গয়না আছে। ৩৬ কোটি টাকার গয়নার অধিকারী অমিতাভও। এছাড়া তাদের কাছে যতগুলো গাড়ি রয়েছে তার মিলিত দাম প্রায় ১৩ কোটি টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘প্রতীক্ষা’, ‘জনক’, ‘জলসা’ একাধিক বাংলোও রয়েছে তাদের মুম্বইয়ে। এছাড়া নয়ডা, পুনে, আমেদাবাদ, গান্ধীনগরেও তাদের একাধিক সম্পত্তি রয়েছে। ৯ লাখ টাকার থেকেও বেশি দামি একটি কলম ব্যবহার করেন বিগ বি।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।