শাহরুখ খানের মুকুটে আরও একটি রঙিন পালক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

বলিউডের রুপালি পর্দার বাদশাহ শাহরুখ। অভিনয় জগত আর তারকাখ্যাতির বাইরেও তার আরেকটি পরিচয় আছে। তিনি অর্থনীতির একজন ভালো ছাত্র ছিলেন। নিজের স্নাতক ডিগ্রীটিও অর্জন করেছেন এই বিষয়ের উপর।

এবার দেশীয় অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় সম্প্রতি বিশ্ব অর্থনীতি ফোরাম কর্তৃক ক্রিস্টাল অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন শাহরুখ। সুইজারল্যাণ্ডের ডেভোসে গেল সোমবার সন্ধ্যায় কেট ব্ল্যাঙ্কেট ও স্যার এলটনের সাথে যৌথভাবে এ সম্মাননা তুলে দেয়া হয় শাহরুখের হাতে।

অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে শাহরুখ নিজে সম্মাননাটি গ্রহণ করেন। নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজ করার জন্যে পুরস্কারটি দেয়া হয়েছে তাকে। সেখানে নারী ও শিশুদের অধিকার রক্ষায় নিজের ভাবনা আরো বিস্তারিত করে তুলে ধরেন তার বক্তব্য। তার বক্তব্যটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই এটিকে দারুণ এক অনুপ্রেরণা হিসেবে মানছেন।

উক্ত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও উপস্থিত ছিলেন।

আরএএইচ/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।