নগ্নতা নিয়ে মুখ খুললেন আলিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:২৬ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

ছবির প্রয়োজনে চুমু খেতে পারেন এমনকি বিকিনি পরতেও আপত্তি নেই। তবে নগ্ন দৃশ্য এক্কেবারেই রাজি নন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি মনে করেন, নগ্ন দৃশ্য দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। এগুলো করা হয় দর্শক টানার স্বস্তা উদ্দেশ্যে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, ‌‘আমি নগ্ন দৃশ্যে অভিনয় করতেই পারব না। কারণ আমি এতে একেবারেই কমফোর্টেবল নই। আমার মনে হয় এগুলোর পেছনে একজন মানুষের আদর্শ কাজ করে। আর একজন মানুষ হিসেবে আমি এটা করব না।’

আলিয়া জানিয়েছেন, ‘স্ক্রিপ্টে থাকলে কিসিং সিন করতে পারি কারণ এটা অনেকটাই স্বাভাবিক। একজন কাপল একে অপরকে চুমু খেতেই পারেন তবে ছবিতে ন্যুড সিন দেখানোর প্রয়োজন নেই। আমি চাই পরিবারের সকলে একসঙ্গে বসে আমার ছবি দেখুক।’

এদিকে সম্প্রতি মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলের নিউইয়ার পার্টির বড় আয়োজনে পারফরম্যান্সের ডাক পেয়েছিলেন আলিয়া। ৪০ মিনিট পারফরম্যান্সের জন্য তাকে প্রস্তাব করা হয় আড়াই কোটি রুপি। কিন্তু অবাক করার বিষয় হলো সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। নিউইয়ার পার্টিতে অর্থের বিনিময়ে নাচার কোনও ইচ্ছে নেই বলেও পরিস্কার জানিয়ে দিয়েছেন তিনি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।