প্রভাসের পছন্দের নায়িকা রাভিনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ এএম, ১১ ডিসেম্বর ২০১৭

‘বাহুবলী’র দুই কিস্তির সাফল্যে প্রভাস এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, ছয় হাজার বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু নিজের পছন্দ নিয়ে গণমাধ্যমে কখনো কিছু বলেননি প্রভাস।

তবে গুঞ্জন রয়েছে, বাহুবলী সিরিজের সহ-অভিনেত্রী আনুশকা শেট্টির সাথে এই তারকার প্রেমের সম্পর্ক নিয়ে। আগামী বছর নাকি তারা বিয়ে করবেন!

তবে অনেক টালবাহানার পর নিজের পছন্দের নায়িকার কথা জানিয়েছেন প্রভাস। সম্প্রতি ভারতীয় একটি অনুষ্ঠানে প্রভাস বলেছেন, আমি রাভিনার বড় ভক্ত। সে আমার পছন্দের নায়িকা। আন্দাজ আপনা আপনা-র ‘এলো জি সনম’ গানটা দেখলেই আমার মনটা যেন কী রকম ছটফট করে ওঠে।

ওই অনুষ্ঠানে প্রভাস এও বলেছেন, রাভিনার ওপর নাকি প্রভাস ‘ক্রাশ’ খেয়েছিলেন। তবে সেটি অনেক আগের কথা। এছাড়া রাভিনা অভিনীত ছবিগুলো দেখেছেন প্রভাস।

রাভিনা টেন্ডন বলিউডের একজন নামজাদা অভিনেত্রী। ‘টিপ টিপ বরসা পানি’র মতো বৃষ্টি ভেজা গানেও তিনি উত্তাপ ছড়িয়েছিলেন এক সময়ে। এছাড়া রাভিনা টেন্ডান স্বামী অনিল থাডানি ‘বাহুবলী’ ফ্রাঞ্চাইজির বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন করেছেন।

এনই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।