দীপিকাকে টপকে গেলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:০০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

প্রিয়াঙ্কা চোপড়াকে এশিয়ার ‘সবচেয়ে আবেদনময় নারী’-র আসন থেকে সরিয়ে দিয়েছিলেন তারই স্বদেশি ও সহকর্মী দীপিকা পাড়ুকোন। এটা গেল বছরের হিসেব। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই আসনে আবারও আসীন হলেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা।

এশিয়ার ৫০ জন সেরা আবেদনময় নারীর তালিকা প্রকাশ করেছে লন্ডন-ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই। সেই তালিকায় প্রথমেই রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। দ্বিতীয় হয়েছেন ভারতীয় টেলিভিশন তারকা নিয়া শর্মা। আর তৃতীয় অবস্থানে রয়েছেন গতবারের প্রথম দীপিকা পাড়ুকোন।

এ নিয়ে পঞ্চমবারের মতো সেরা আবেদনময়ী হয়ে রেকর্ড গড়লেন ‘বেওয়াচ’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। এমন বিজয়ের খবরে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আসলে বিজয়ের এ কৃতিত্ব আমি নিতে চাই না। এর সমস্ত কৃতিত্ব আমার শারীরিক গঠন এবং আপনাদের দৃষ্টিভঙ্গির। আমি কৃতজ্ঞ, সম্মানিত। কেননা, ধারাবাহিক সাফল্য থেকে প্রেরণা পাওয়া যায়।’

প্রিয়াঙ্কার বিজয় সম্পর্কে ইস্টার্ন আইয়ের সম্পাদক আসজাদ নাজির বলেন, ‘প্রিয়াংকা চোপড়া একজন ভারতীয় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অবিশ্বাস্য রকমের সফলতা দেখাচ্ছেন। তিনি বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন। নারীর ক্ষমতায়নের বিষয়ে তাকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা যায়।’

ইউনিসেফের এই শুভেচ্ছাদূতকে সৌন্দর্য, বুদ্ধি, সাহসিকতা এবং কোমল হৃদয়ের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে নাজির বলেন, ‘তরুণ প্রজন্মের আকাশছোঁয়া স্বপ্ন রয়েছে আর প্রিয়াংকা চোপড়া সেই তরুণদের প্রতীক।’

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।