ঐশ্বরিয়ার মেয়ে কী স্কুলে যায় না?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

প্রায় সব দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রলিংয়ের শিকার হন তারকারা। বলিউডে এই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ফতিমা সানা শেখরা এগিয়ে। এবার সেই তালিকায় চলে এল ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন!

সম্প্রতি টুইটারে অভিষেক বচ্চনকে ট্যাগ করে এক মহিলা জানতে চান, ‘আরাধ্যা কি স্কুলে যায় না? যদি ও স্কুলে যায়, তা হলে স্কুল বন্ধ রেখে সারাক্ষণ মায়ের সঙ্গে ঘোরার অনুমতি কী করে দেন স্কুল কর্তৃপক্ষ? নাকি আরাধ্যাকে বিউটি উইদাউট ব্রেনের কম্বিনেশনে তৈরি করতে চান তারা? আরাধ্যা কি সাধারণ শৈশব পেতে পারে না?’

টুইটারে এই মন্তব্য পড়ে জবাব দিয়েছেন আরাধ্যার বাবা অভিষেক। তিনি লেখেন, ‘আমি যতদূর জানি, সপ্তাহের শেষে বেশিরভাগ স্কুল বন্ধ থাকে। আরাধ্যা সপ্তাহের অন্যান্য দিনগুলোতে স্কুলে যায়।’

এর উত্তরে আবারও টুইট করেন ওই মহিলা। তিনি লিখেছেন, ‘অনেকেই এই প্রশ্নের উত্তর জানতে চান, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করতে পারেন না। সবসময় মায়ের হাত ধরে ঝুলে থাকার চেয়ে সাধারণ শিশু হিসেবে ওর কিছু ছবি আপনারা পোস্ট করে পারেন।’

এর অবশ্য কোনো প্রতি উত্তর দেননি অভিষেক। তবে বলিউডের অনেক তারকাই এই বিষয়টিতে বিরক্ত হয়েছেন। তারা মনে করেন, তারকাদের জীবন কেমন করে কাটে তা সাধারণ দর্শকের অতো সিরিয়াসলি না ঘাঁটাই ভালো। তারাও মানুষ। তাদেরও দৈনন্দিন স্বাভাবিকতা থাকে দিনযাপনের। আরাধ্যাকে কীভাবে বড় করবেন, তা একান্তই ঐশ্বরিয়া-অভিষেকের সিদ্ধান্ত। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে আরাধ্যাকে ট্রল করাটা অর্থহীন বলেও মনে করছেন অনেকে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।