তৈরি হচ্ছেন তামান্না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৫ নভেম্বর ২০১৭

চরিত্রের চাহিদা মেটাতে নিজেকে নানান ভাবে ভাঙ্গেন গড়েন তারকারা। তবে নিজেকে প্রস্তুত করতে এবার সুদুর ফ্রান্সে পাড়ি জমিয়েছেন দক্ষিণের সুন্দরী নায়িকা তামান্না ভাটিয়া। বলিউডের সাড়া জাগানো ছবি ‌‘কুইন’র রিমেক হচ্ছে তামিলে। আর সে ছবির নায়িকা হয়েছেন তামান্না। এই ছবির চরিত্রের জন্য বেশ কসরত করছেন এই তারকা।

সম্প্রতি ফ্রান্সের সমুদ্রে সৈকতে সাঁতার ও স্কিপিং করতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। দেশ ছেড়ে বিদেশে এসে প্রস্ততি কেন? এমন প্রশ্নের জবাবে তামান্না বলেন, ‘দেশে আমি সপ্তাহে তিনদিন ফিটনেসের জন্যে কাজ করতাম। কিন্তু এখানের আবহাওয়া খুব অনুকূল হওয়ায় সপ্তাহে ছয়দিনই এক্সারসাইজ করতে পারছি।’

সমুদ্র সৈকতের দূষণ মুক্ত পরিবেশে শারীরিক কসরতে ক্লান্তি লাগে খুব কম। তামান্নার ব্যক্তিগত ফিজিও জানিয়েছেন ‘কুইন’র জন্য ওজন কমাতে হবে তামান্নাকে। তাই সাঁতারের দিকেও মনযোগ দিয়েছেন তিনি।

বলিউডে ‘কুইন’ চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তামিলে ‘কুইন ওয়ান্স এগেইন’ নামে নির্মিত হবে ছবিটি। বিয়ে ভেঙ্গে যাওয়া এক একাকী মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছিল ছবিটি।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।