আয়েশা টাকিয়াকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৩ এএম, ৩০ জুলাই ২০১৭

এক রুপালি পর্দা কাঁপানো সুন্দরী অভিনেত্রী আয়েশা টাকিয়া। দক্ষিণের ছবিতে মুগ্ধতা ছড়িয়ে বলিউডেও তিনি গ্ল্যামার দিয়ে বাজিমাত করেছিলেন। আজকাল আর তার উপস্থিতি নেই বললেই চলে। বিয়ে করে মন দিয়েছেন সংসার ধর্মে।

তবে হঠাৎ করে আলোচনায় এলেন এই বলিউড তারকা। সম্প্রতি ফোনে কল এবং ক্ষুদে বার্তার মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ‘ফুল এন্ড ফাইনাল’ খ্যাত এই তারকা। আয়েশা জানান, তার শ্বশুর সমাজবাদী পার্টির নেতা আবু আজমি ও স্বামী ফারহান আজমির প্রতিও হুমকি ফোন আসছে।

তার দাবি, হিন্দু সেনা নামক একটি সংগঠনের নেতা বোমা মেরে হত্যার হুমকি দিয়েছেন তাদের। ইতোমধ্যেই বিষয়টি মুম্বাই পুলিশকে জানিয়েছেন এই তারকা।

পুলিশ জানিয়েছে, মোবাইল নাম্বারের সুত্র ধরে শিগগরই অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।