শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৬ মার্চ ২০২৫

বর্তমান সময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। তার আসন্ন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিং চলছে। এই শুটিং চলাকালীন হৃষিকেশের পাহাড়ি এলাকায় এক দুর্ঘটনায় আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি।

চোটে বরুণ বেশ কিছু সময়ের জন্য ব্যথায় ভুগলেও শুটিং বন্ধ করেননি। কাজ শেষ করে বিশ্রামে গিয়েছেন।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে আঙুলের চোট নিয়ে বরুণ চিকিৎসকের কাছে যান। তবে শুটিং যাতে কোনোভাবে থেমে না যায় সেদিকে সতর্ক ছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বরুণ একটি ছবিও পোস্ট করেছেন। বরুণের এই ছবি দেখে তার ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। অভিনেতা জানান, তিনি ভালো আছেন। শুটিং চলমান রেখেছেন তিনি। কোনো সমস্যা নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ‘বর্ডার ২’ ছবির শুটিং করতে গিয়ে একই আঙুলে গুরুতর আঘাত পেয়েছিলেন বরুণ। তখন তার আঙুলে গভীর ক্ষত হয়েছিল এবং প্রচুর রক্তপাত হয়েছিল। সে সময়ও তিনি শুটিং বন্ধ করেননি এবং তার কাজ চালিয়ে গেছেন। বরুণের এই সাহসিকতা এবং কাজের প্রতি অনুরাগ তার ভক্তদের মধ্যে অনেক প্রশংসিত হয়েছে।

এই মুহূর্তে বেশ জমজমাট শুটিং চলছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির। এতে তার সহশিল্পী হিসেবে পূজা হেগড়ে অভিনয় করছেন। শুটিং চলাকালে তারা একাধিক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন যা ভক্তদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।