গৌরীর সঙ্গে কত দিনের প্রেম আমিরের, কীভাবে লুকালেন সম্পর্কের কথা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ এএম, ১৭ মার্চ ২০২৫
আমির খান। ছবি: সংগৃহীত

অনেকেই বলছেন বলিউড পারফেকশনিস্ট আমির আমির খান ‘ডুবে ডুবে জল খেয়েছেন’। কেউই তার প্রেমের ব্যাপারটি ধরতে পারেনি। মুম্বাইয়ে ফটো সাংবাদিকদের দৌরাত্ম্যে তারকারা নাকাল। তারকারা মাঝে মধ্যেই এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানান। এক মুহূর্তও যেন তাদের নিস্তার নেই ছবি শিকারিদের হাত থেকে।

বিমানবন্দর থেকে বাড়ি- সব জায়গাতেই তারকাদের পিছু ছোটেন ফটো সাংবাদিকরা। তাদের ক্যামেরাকে ফাঁকি দেওয়া যেন অসম্ভব ব্যাপার। কিন্তু সেটাই যেন সম্ভব করে দেখালেন আমির খান। মোটেই কেউ টের পেলেন না তার নতুন প্রেমের কথা। কীভাবে সম্ভব হয়েছে? এ ব্যাপারে জানালেন আমির নিজেই।

বিজ্ঞাপন

আমিরের সিনেমার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এ নায়কের মাত্র দুটি সিনেমাই দেখেছেন। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর সঙ্গে প্রেম করাটা তাই খুব কঠিন হয়নি আমিরের কাছে। এ নায়ক জানান, আমির নাকি ১৮ মাসে ঘন ঘন বেঙ্গালুরু যেতেন। সেখানে ফটো সাংবাদিকদের আনাগোনা কম বলেই রক্ষা পেয়েছেন।

এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘আমি আসলে বেঙ্গালুরু চলে যেতাম সেখানে সংবাদমাধ্যমের চাপটা কম। এছাড়া আমার বাড়ির সামনে ফটো সাংবাদিকরা কম যাতায়াত করেন, সেই কারণে তারা “মিস” করেছেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গৌরীর সঙ্গে সম্পর্কে যে খুব খুশি আমির তা তার কথাবার্তায় প্রকাশ পায়। অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি শান্তি খুঁজছিলেন। গৌরী তাকে শান্ত করতে পেরেছেন। গৌরীর এক পুত্র সন্তানের মা। অভিনেতা তার সন্তানের প্রতি স্নেহপরায়ণ।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।