হামলার পর বদলে গেছে সাইফ-কারিনার জীবন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
সাইফ আলি খান ও কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

 

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বলিউড যেন থমকে গিয়েছিল। এ ঘটনার পর সাইফ-কারিনার জীবন ব্যাপকভাবে বদলে গেছে। এর আগে তাদের জীবনযাপন নিয়ে খুব একটা রাখঢাক করেননি এ তারকা দম্পতি। ফটো সাংবাদিকদের ক্যামেরায় যে কোনো সময়েই ধরা দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এমনকি দুই সন্তান তৈমুর ও জেহকেও বার বার প্রকাশ্যে এনেছেন সাইফ-কারিনা। ক্যামেরার সামনে এর আগে নানান অঙ্গভঙ্গিও করতে দেখা গেছে তৈমুর-জেহকে। কিন্তু সে সব আর হবে না, পরিষ্কার করে বুঝিয়ে দিলেন কারিনা নিজেই। সাইফের ওপর হামলার পর তাদের অনেক কিছু পাল্টে গেছে।

শনিবার রণধীর কাপুরের জন্মদিন উপলক্ষে সপরিবারে তাদের বাড়ি গিয়েছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। বাড়ির বাইরে ফটো সাংবাদিকদের দেখে সাবধান হয়ে যান অভিনেত্রী। বাচ্চাদের ছবি তোলা যাবে না, স্পষ্ট জানিয়ে দেন করিনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফটো সাংবাদিকদের দেখেই করিনা বলেন, ‘আমার ছবি তুলে আপনারা দয়া করে চলে যান। বাচ্চাদের ছবি তোলা যাবে না, বলেই দিয়েছিলাম।’ ফটো সাংবাদিকরা মেনে নেন কারিনার কথা। কিন্তু অভিনেত্রী আবারও স্মরণ করিয়ে দেন, ‘দয়া করে বাচ্চাদের একটা ছবিও তুলবেন না।’

সাইফ আলি খান, সিনেমা, চলচ্চিত্র, বলিউড, হামলা, বিনোদনহামলার পর বদলে গেছে সাইফ-কারিনার জীবন
তৈমুর ও জেহর সঙ্গে সাইফ-কারিনা।

১৬ জানুয়ারি সাইফ-কারিনার বাড়িতে মধ্যরাতে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। ডাকাতির উদ্দেশ্যেই তিনি হানা দিয়েছিলেন বলে জানা যায়। বাধা দিতে গেলে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সাইফের উপরে। ছয়বার ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাইফ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু আগের থেকে জোরদার হয়েছে তাদের নিরাপত্তা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাশাপাশি তৈমুর ও জেহকেও এবার থেকে আড়ালেই রাখতে চান সাইফ ও কারিনা। ঘটনার রাতে সাইফ রক্তাক্ত অবস্থায় অটোতে পৌঁছেছিলেন লীলাবতী হাসপাতালে। ঘটনার কয়েকদিন পরেই মূল অভিযুক্ত শরিফুল ইসলাম গ্রেফতার হন।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।