বইমেলায় নজরুল বিন মাহমুদুলের ‘চব্বিশের বন্যা’

ফেনীর ভয়াবহ বন্যা নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘চব্বিশের বন্যা’। বন্যা চলাকালীন উদ্ধার ও সাহায্য বিতরণে সরাসরি সম্পৃক্ত ছিলেন লেখক নজরুল বিন মাহমুদুল। সে অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। এ ছাড়া বন্যায় নানা কার্যক্রমে অংশ নেওয়া ২৪ জনের লেখা সংযুক্ত হয়েছে।
বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। ১৬০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বইনামা প্রকাশন। এটি লেখকের প্রকাশিত প্রথম বই।
আরও পড়ুন
নজরুল বিন মাহমুদুল বলেন, ‘বন্যাকবলিত মানুষের আর্তনাদ, না বলা কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। বন্যার ভয়াবহ স্মৃতিগুলো আগামী প্রজন্মকে জানানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস। চব্বিশের বন্যা বইতে উঠে এসেছে বাস্তব অভিজ্ঞতা। একই সঙ্গে ভয়াবহ বন্যা নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্মৃতিগুলো যুক্ত করার চেষ্টা করেছি।’
এ বিষয়ে প্রকাশক মো. মাঈন উদ্দিন বলেন, ‘বইয়ে লেখকের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। বন্যার বিভিন্ন পর্যায় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যে কোনো গবেষণার কাজে বইটি সহায়ক ভূমিকা পালন করবে।’
বইনামার সত্ত্বাধিকারী রাশেদুল হাসান বলেন, ‘লেখকের বাস্তবিক অভিজ্ঞতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্মৃতি বইটিকে নতুন মাত্রা দিয়েছে। একজন পাঠক চব্বিশের বন্যার দেখা-অদেখা সব বিষয় সম্পর্কে জানতে পারবেন। এটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকলো।’
এসইউ/এমএস