সুমাইয়া করিমের উপন্যাস ‘নিভৃত সুখ সে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে সুমাইয়া করিমের সমকালীন উপন্যাস ‘নিভৃত সুখ সে’। বইটি প্রকাশ করছে রাত্রি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ফারহান শিব্বির। বইটির মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা।

প্রকাশক জানান, এটি লেখকের তৃতীয় উপন্যাস এবং পঞ্চম বই। সৃষ্টিকর্তার পরিকল্পনা অনুসূয়ার পরিকল্পনার থেকেও কতটা অসাধারণ ছিল, অনুসূয়া তা আগে থেকে না জানলেও অপেক্ষায় থেকেছে। অনুসূয়ার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে রচিত উপন্যাস এটি। রকমারিতে বইটির প্রি-অর্ডার চলছে।

বিজ্ঞাপন

বই সম্পর্কে লেখক সুমাইয়া করিম বলেন, ‘প্রত্যেক মানুষের জীবন নিয়ে মানুষের পরিকল্পনা যা-ই থাকুক; সৃষ্টিকর্তার থাকে অসাধারণ পরিকল্পনা, যা মানুষের জন্য কল্যাণকর। তবে আমরা সেই বিশ্বাসটুকু অন্তরে ধারণ করতে পারি না। তাই তো স্বল্পদৈর্ঘ একটি জীবনের বেশিরভাগ কেটে যায় হতাশা আর বিষণ্নতায়।’

সুমাইয়া করিমের জন্ম ঢাকায়। লেখালেখি শুরু হয়েছিল স্কুলজীবন থেকে। বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। ‘নিঃশব্দে এসেছিলো সে’ তার প্রথম কাব্যগ্রন্থ। তার প্রথম উপন্যাস ‘গল্পের আড়ালে জীবন’। এরপর প্রকাশিত হয় উপন্যাস ‘অপেক্ষায় বিরামচিহ্ন নেই’ এবং প্যারেন্টিং বিষয়ক বই ‘শিশু হোক নক্ষত্রের আলো’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।