মাহমুদ শাওনের ‘আমাকে হত্যার জন্য খুঁজছি’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কবি মাহমুদ শাওনের চতুর্থ কবিতার বই ‘আমাকে হত্যার জন্য খুঁজছি’। বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। টাইপোগ্রাফি করেছেন রাজীব দত্ত।

মেলার প্রথম দিন থেকেই বইটি চন্দ্রবিন্দু প্রকাশনীর ৭০১-৭০২ নম্বর স্টল এবং অনলাইন প্ল্যাটফর্ম রকমারিতে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

নতুন বই নিয়ে কবি বলেন, ‘সবাই পৃথিবীতে কিছু না কিছু রেখে যেতে চান। আমিও তার ব্যতিক্রম নই। আমিও নশ্বর এ পৃথিবীতে আমার কবিতার সুভাস রেখে যেতে চাই পাঠকদের কাছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি চার বছর পর বই বের করছি। বইটি পড়ে পাঠক কবিতায় ভিন্ন ধরনের স্বাদ পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। চেষ্টা করেছি কবিতায় নতুন স্বাদ আনতে। যা পড়ে পাঠকের কবিতা পাঠের তৃষ্ণা বাড়বে।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মাহমুদ শাওনের প্রকাশিত অন্য কাব্যগ্রন্থ হলো—‘দখিনের চিলেকোঠায় নরম রোদ’, ‘শেষ দেখায় জল গড়ায়’, ‘তোর নামে সন্ধ্যে নামে’।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।