সাংবাদিক ডালিমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ এএম, ০৩ জানুয়ারি ২০২৫

সাংবাদিক মেহেদী হাসান ডালিমের লেখা ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনের সময় প্রধান বিচারপতি বলেন, বইটি জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল। বিচার বিভাগের ভূমিকা ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এটি প্রথম গ্রন্থ। এই উদ্যোগকে আমি শুভসূচনা বলবো। প্রধান বিচারপতি জুলাই বিপ্লব নিয়ে বই লেখায় সাংবাদিক মেহেদী হাসান ডালিমকে ধন্যবাদ জানান।

এ সময় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন, প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মো. শরিফুল আলম ভূঞা, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. মাসউদুর রহমান, একুশে টিভির সিনিয়র রিপোর্টার শাকেরা আরজু শিমু উপস্থিত ছিলেন।

হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ল’ টাইমস (বিএলটি)। বইটির দাম ৩৫০ টাকা। ৫ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট বারের বইমেলায় বইটি যাওয়া যাবে।

এই বইতে লেখক একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কীভাবে গণঅভ্যুত্থানে রূপ নিলো তা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। উচ্চ আদালতের কোটা পুনর্বহালের রায় ও আন্দোলনে গুলি না চালানোর রিটকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের অন্দরমহলের নানান চাঞ্চল্যকর ঘটনা ও তথ্য তুলে ধরা হয়েছে বইটিতে।

এফএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।