আসছে মোহাম্মদ অংকনের ‘আমার তোমাকেই লাগবে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক মোহাম্মদ অংকনের কবিতার বই ‘আমার তোমাকেই লাগবে’। বইটি প্রকাশ করছে লেখাচিত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শফিক মামুন। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

মোহাম্মদ অংকনের প্রকাশিত বই ২২টি। কবিতার বই হিসেবে ‘আমার তোমাকেই লাগবে’ তৃতীয়। সিরিজটির নাম ‘দুঃখ সিরিজ’। এই সিরিজের প্রথম বই ‘ভালোবেসে দুঃখ ছুঁয়েছি’।

বইটি প্রসঙ্গে কবি বলেন, ‘বইটিতে মোট ৪০টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলো প্রেম-বিরহ, পাওয়া না-পাওয়া, হৃদয়ের অন্তর্নিহিত কষ্টকে আশ্রিত করে লেখা। কবিতাগুলো পড়লে মনে হতে পারে, এমন কাউকে ভালোবাসা হয়েছিল; যাকে কাছে পেলে হয়তো জীবনে পূর্ণতা আসতো। সেই অপূর্ণতার কঠিনতম আস্ফালনের সুরে বলা ‘আমার তোমাকেই লাগবে’।’

মোহাম্মদ অংকন নাটোরের সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কম্পিউটার বিভাগে কর্মরত।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।