প্রকাশিত হলো মোহাম্মদ নূরুল হকের ‘নবাবের একদিন’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৯ নভেম্বর ২০২৪

প্রকাশিত হলো কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ নূরুল হকের গল্পের বই ‘নবাবের একদিন’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জলধি। প্রচ্ছদ করেছেন কমল ঠাকুর। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

প্রকাশক জানান, মোহাম্মদ নূরুল হক কবি ও প্রাবন্ধিক হিসেবেই বেশি পরিচিত। তবে এই প্রথম তার গল্পের বই প্রকাশিত হলো। বইটি রকমারি, কবিতা ক্যাফে ও বইমেলাসহ দেশের বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাবে।

মোহাম্মদ নূরুল হক জানান, বইতে ৮টি গল্প স্থান পেয়েছে। গল্পসমূহ হলো: ‘একদা এক চন্দননগরে’, ‘নবাবের একদিন’, ‘ঠান্ডা মার্বেল’, ‘কালো মেঘের দুপুরে’, ‘জতুগৃহ’, ‘আজিমুদ্দিনের দোষ’, ‘জঙ্গল উপাখ্যান’ এবং ‘আসাদের শেষ দিন’।

মোহাম্মদ নূরুল হকের এ পর্যন্ত দশটি প্রবন্ধগ্রন্থ এবং চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে। প্রবন্ধগ্রন্থ হলো: সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য (২০১০), সমালোচকের দায় (২০১১), অহংকারের সীমানা ও অন্যান্য (২০১২), সমকালীন সাহিত্য চিন্তা (২০১২), সাহিত্যের রাজনীতি (২০১৩), কবিতার সময় ও মনীষার দান (২০১৬), আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য (২০২০), বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ (২০২৩), আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে (২০২৪) ও বাক্-স্বাধীনতার সীমারেখা (২০২৪)

কবিতার বই হলো: মাতাল নদীর প্রত্নবিহার (২০০৯), স্বরচিত চাঁদ (২০১১), উপ-বিকল্প সম্পাদকীয় (২০১৬) এবং লাল রাত্রির গান (২০২১)।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।