সাজুর নতুন উপন্যাস ‘মাকে মনে পড়ে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০২ অক্টোবর ২০২৪

কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহআলম সাজু লেখালিখি করছেন দীর্ঘদিন ধরে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেয়েছে নতুন উপন্যাস ‘মাকে মনে পড়ে’।

১৯২ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।

শাহআলম সাজু বলেন, ‘উপন্যাসটি মূলত মাকে নিয়ে। এটি মায়ের গল্প। সব মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এই বই।’

সাজু আরও বলেন, ‘বইটি যে কোনো মানুষকে স্মৃতিকাতর করবে। চোখের জলে ভাসাবে। মায়ের কথা খুব করে মনে পড়বে। বইটি পাঠকদের পড়ার অনুরোধ করছি।’

‘মাকে মনে পড়ে’ সাজুর ৫৫তম বই। ১৯৯৮ সালের ডিসেম্বরে প্রথম উপন্যাস প্রকাশিত হয়। বড়দের পাশাপাশি কিশোর উপন্যাস লিখেছেন ২৫টি। তার সবচেয়ে জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ হচ্ছে ‘চার গোয়েন্দা’।

লেখালিখির বাইরে সাজু পেশায় একজন সাংবাদিক। দুই দশক ধরে এই পেশায় যুক্ত আছেন। বর্তমানে দ্য ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার তিনি।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।