বইমেলায় প্রণব মজুমদারের ২ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক প্রণব মজুমদারের ২টি বই। প্রথম প্রবন্ধের বই ‘আলোকিত ছায়া মানুষ’। প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান যুক্ত। বেহুলাবাংলা প্রকাশ করেছে শিশুতোষ ছোটগল্প ‘বিড়াল কাণ্ড’।

প্রণব মজুমদার আশির দশকের লেখক। ছড়া দিয়ে শুরু। একে একে কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ লেখায়ও উদ্বুদ্ধ হন। বাংলা ও ইংরেজি ভাষায় কলাম ও সাহিত্য বিষয়ক লেখালেখি করছেন নিয়মিত। সাংবাদিকতা পেশা হলেও সাহিত্য জীবনের নেশা। অর্থকাগজ পত্রিকার সম্পাদক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক।

আরও পড়ুন
• পলাশ মজুমদারের গল্পগ্রন্থ ‘ভ্রমর সেথা হয় বিবাগি’ 
• বইমেলায় ওয়াসিকা নুযহাতের দুটি বই 

১৫ নভেম্বর চাঁদপুরে তার জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মানসহ এম.কম পাস করেছেন। নৃত্যকলা ও ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টসে স্নাতক। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ ও স্মৃতিগদ্য বিষয়ক বইয়ের সংখ্যা ১০টি।

অমর একুশে বইমেলায় ‘আলোকিত ছায়া মানুষ’ ও ‘বিড়াল কাণ্ড’ বিপণনে সাড়া মিলেছে। বই দুটি প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।