তাপস রায়ের কিশোর গল্পগ্রন্থ ‘গল্প নয় সত্যগল্প’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

তাপস রায় বড়দের জন্য লেখেন আবার শিশু-কিশোরদের জন্যও লেখেন। অক্ষরমালায় প্রাধান্য পায় রম্য-রস। কিন্তু বিষয় বিনির্মাণে তিনি বরাবর সচেতন। বড়দের জন্য যাপিত জীবনের আতঙ্ক তুলে ধরেন। কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে। কিন্তু তিনি যখন শিশু ও কিশোরদের জন্য লিখতে বসেন; তখন শিশু-কিশোরদের রাজার মতোই সম্মানিত আর সাহসের জায়গায় রেখে শিল্পের বুনন করেন।

প্রচলিত যেসব জুজুর ভয় সমাজে প্রতিষ্ঠিত; তাপস রায় সেগুলোকে উল্টে আরেকটি চিত্র শিশু-কিশোরদের সামনে তুলে ধরেন। কিশোরদের ভয় ভেঙে দিতে চান তিনি। এরই ধারাবাহিকতায় তাপস রায় বৈঠকী বয়ানে রচনা করেছেন সফল ও বিখ্যাত মানুষের বাস্তব জীবন-চিত্রভিত্তিক কিশোর গল্পগ্রন্থ ‘গল্প নয় সত্যগল্প’। অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন।

লেখক জানান, বিখ্যাত মানুষদের জীবনচিত্র সম্পর্কে গভীর পাঠ শেষে কিশোর-কিশোরীদের জন্য উপযোগী গল্পটুকু তুলে এনেছেন বইয়ের ৯টি গল্পে। গল্পগুলোর শিরোনাম- বিখ্যাতদের বাঁদরামি, ‘এড়ে বাছুর’ বিদ্যাসাগর, বালক-রবি ভীষণ একা, বাউণ্ডুলে শরৎচন্দ্র, দুখুর দুরন্তপনা, দুখু মিঞার যুদ্ধযাত্রা, কিশোর মুজিবের দৃঢ়তা, বড়োদের ছেলেমানুষী, আষাঢ়ে সত্যগল্প।

আরও পড়ুন
• আসছে সালাহ উদ্দিন মাহমুদের দ্বিতীয় প্রবন্ধের বই 
• আসছে মনিরুজ্জামান উজ্জ্বলের ‘যাপিত জীবনের গল্প’ 
• বইমেলায় পাওয়া যাচ্ছে শফিক হাসানের ২ বই 

প্রকাশক আবু হাশেম জানান, বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। এটি বইমেলায় পাওয়া যাবে অর্জন প্রকাশের ৫৮০ নাম্বার স্টলে। এছাড়া রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে।

তাপস রায়ের জন্ম ৭ মাঘ, সিরাজগঞ্জের দেলুয়া গ্রামে। বাবা প্রভাতচন্দ্র রায়, মা তাপসী রায়ের প্রথম সন্তান তিনি। পড়াশোনা শেষ করে দৈনিক আজকের কাগজে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মায় কাজ করে পুনরায় সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তার প্রকাশিত বই—এই বেশ আতঙ্কে আছি (রম্যগদ্য), বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ আষাঢ় (রম্যগদ্য), জারিফের স্কুল (কিশোর উপন্যাস), ভুলের কাণ্ড ভোলার ঘাড়ে (কিশোর উপন্যাস), রসিক সিরিজ—রসিক রবীন্দ্রনাথ, রসিক নজরুল, রসিক হুমায়ূন। তিনি কথাসাহিত্যে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৭ লাভ করেছেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।