বইমেলায় ৫ প্রকাশনীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

একুশে বইমেলায় পাঁচটি প্রকাশনা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়ম ও নীতিমালা ভঙ্গের কারণে তাদের এ শোকজ দেওয়া হয়।

সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে কেন নীতিমালা ভঙ্গ করা হয়েছে সেই ব্যাখ্যা দেওয়ার জন্য তিনদিন সময় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গাজী প্রকাশন (স্টল নং- ৩৭৪-৩৭৫) বঙ্গজ প্রকাশন, (স্টল নং- ৪০৭) কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড (স্টল নং ৪০৩-৪০৪), তৃপ্তি প্রকাশ কুঠির (স্টল নং- ৩৭৬-৩৭৭), বাতিঘর প্রকাশনী (স্টল নং- ৪৫৫-৪৫৬), এই ৫টি প্রতিষ্ঠানকে শোকজ দেওয়া হয়।

তিনি বলেন, সব বইয়ে একই আই এস বিএন নম্বর ব্যবহার, এবং গাইড বইয়ে কপিরাইট আইনের ব্যত্যয় ঘটানোর কারণে তাদের শোকজ দেওয়া হয়েছে।

আরএএস/জেডএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।