সাহাদাত হোসেনের ‘তোমার ইশারায় সিম্ফনি’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাহাদাত হোসেনের কবিতার বই ‘তোমার ইশারায় সিম্ফনি’। ফিলোসফির চিন্তা-ভাবনায় ভিন্নতা নিয়ে বইটি প্রকাশ করেছে বারোমাসি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। ৪৮ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

সাহাদাত হোসেন বলেন, ‘স্রষ্টার নির্দেশিত সার্বিক পরিস্থিতিই সিম্ফনি। যা হয়ে যাও বললে হয়ে যায়, ঘটে যাও বললেই ঘটে যাবে। বইতে পূর্ণ সংখ্যক অণুকাব্য যুক্ত হয়েছে এবং প্রতিটি কবিতার শব্দ বিন্যাস ও অর্থবহতা, মননশীল পাঠকের মনকে স্পর্শ করার পাশাপাশি আনন্দিতও করবে। তোমার ইশারায় সিম্ফনি হয়ে ওঠে মেহেগনি বন, নদীর স্রোত ও চড়ুই পাখির কিচিরমিচির, যা থেমে যায় মাগরিবের সময়।’

আরও পড়ুন: কথাসাহিত্যিক মোশতাক আহমেদের ৪ উপন্যাস

প্রকাশক জানান, সাহাদাত হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘ভায়োলেন্স ইন দ্য ফ্লাওয়ার’ বইয়ের অনুবর্তী হচ্ছে ‘তোমার ইশারায় সিম্ফনি’ কাব্যগ্রন্থটি। অণুকাব্যের এমন সংকলন নিঃসন্দেহে মননশীল পাঠককূলের হৃদয় ছুঁয়ে গিয়ে রসদ জোগাবে তাদের নব-চিন্তনে। আশা করছি, পাঠক বইটিকে প্রিয় হিসেবেই গ্রহণ করবেন।’

‘তোমার ইশারায় সিম্ফনি’ সাহাদাত হোসেনের ২য় বই। এর আগে ‘ভায়োলেন্স ইন দ্য ফ্লাওয়ার’ প্রকাশিত হলে পাঠকমহলে সাড়া ফেলে। নতুন বই নিয়েও আশাবাদী এ তরুণ লেখক। বইটি পাওয়া যাচ্ছে ১৪২ নাম্বার স্টলে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।