আসছে মিলন আবদুল্লাহর ‘স্মৃতির কয়েদি’
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক মিলন আবদুল্লাহর গল্পের বই ‘স্মৃতির কয়েদি’। বইটি প্রকাশ করছে চারু সাহিত্যাঙ্গন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আবদুর রউফ মিঠু।
লেখক মিলন আবদুল্লাহ বলেন, ‘কিছু গল্প রংহীন বেদনায় নিঃশব্দে ভাসিয়ে যায় রাতের বালিশ। কিছু গল্প রহস্যের মায়াজালে আবদ্ধ করে প্রতিনিয়ত। কিছু গল্প স্বপ্নকে পাখি হয়ে উড়তে শেখায়। কিছু গল্প আবার নিকষ কালো রাতগুলোকে গা ছমছমে ভয়ংকর করে তোলে। এমন কিছু বাস্তব জীবনের গল্পের সমারোহ বইটি।’
প্রকাশক জানান, এটি মিলন আবদুল্লাহর তৃতীয় বই। ৪ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। প্রি-অর্ডারের প্রথম ৫০ জনের জন্য থাকছে অটোগ্রাফ, বিশেষ চিরকুট এবং সারপ্রাইজ গিফট। এছাড়া বইমেলায় প্রকাশনীর ৪৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
এসইউ/এমএস