কবি রনজু রাইমের দুটি বইয়ের পাঠ-উন্মোচন
কবিতাসংক্রান্তি প্রকাশিত রনজু রাইমের ছড়াগ্রন্থ ‘প্রাপ্তবয়স্ক ছড়া’ এবং কাব্যগ্রন্থ ‘অস্পর্শিয়া’র পাঠ-উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর বিকেল ৪টায় রাজধানীর পাঠক সমাবেশ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কবি হারিসুল হকের সভাপতিত্বে কবি শিহাব শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী।
আরও পড়ুন: ‘বীরাঙ্গনা ১৯৭১’ বইয়ের পাঠচক্র
অতিথি এবং আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক মাসুদুজ্জামান, কথাসাহিত্যিক ফেরদৌস হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. আতিকুর রহমান, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক রায়হান সিদ্দিক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, কবি নজরুল সরকারি কলেজের অধ্যাপক ড. মাহমুদা আখতার, মানারাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শাকির সবুর এবং কথাসাহিত্যিক মনি হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি ও ছড়াকার রনজু রাইম। সবশেষে বই থেকে কবিতা আবৃত্তি করেন ড. শাহাদাৎ হোসেন নিপু।
এসইউ/জেআইএম